প্রদীপ কুমার সিংহ
বারুইপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার কামনাশিশ সেন তার অধীনে যে কটা থানা আছে সেই থানাগুলোতে বিশেষ করে দুষ্কৃতী ধরা জন্য ও এলাকার শান্তি বজায় রস্খতে সব থানাতে একটা করে বাইক বাহিনী তৈরি করেছে। তাই ক্যানিং থানার পক্ষ থেকে ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় শান্তি বজায় রাখতে ক্যানিং থানার আই,সির আতিবুর রহমানের নেতৃত্ব গড়া হল বাইক বাহিনী।
এই বাইক বাহিনী দলে থাকছেন দুইজন এস.আই, ছয়জন কনস্টেবল আর ছয়জন সিভিক ভলেন্টিয়ার।তারা প্রতিদিন বাইক নিয়ে বিভিন্ন এলাকায় টহল দেবেন।কোথায় কোন সমস্যা হলেই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হবে। পুলিশের লক্ষ্য এলাকায় শান্তি বজায় রাখা।
শুক্রবার দেখা গেল ক্যানিং থানার আই,সি আতিবুর রহমান তিনি নিজেই বাইক বাহিনী সঙ্গে করে এলাকায় এলাকায় টহল দিলেন।যে সব ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালান।যা দেখে খুশি এলাকা বাসিন্দারা।