দুই দিন নিখোঁজ মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার



দুই দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল এক মৎস্যজীবীর মৃতদেহ। বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লক এলাকায় রসলপুর নদী থেকে মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।তারপরে এই মৎস্যজীবির মৃতদেহটি শনাক্ত করেন মৎস্যজীবি পরিবারের সদস্যরা। মৃত মৎস্যজীবির নাম  প্রতাপ মন্ডল (৩০)।  তার বাড়ি ভুপতিনগর থানার রত্নাজোর গ্রামে। 

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদার কালিনগর লগেট কাছে একটি ট্রলার থেকে মাছ খালি করার সময় রহস্যজনক ভাবে  নিখোঁজ হয়ে যায় ওই  মৎস্যজীবী।রাতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।এর পরেই এই মৎস্যজীবির পরিবারের সাথে যোগাযোগ করা হয় ট্রলারের থেকে। মঙ্গলবার সকালে মারিশদা থানার তার পরিবারের সদস্যরা একটি নিখোঁজ ডায়েরি করেন।

বুধবার সকালে রসুলপুর নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা।তাঁরা সাথে সাথে পুলিশকে খবর দেয় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মৃতদেহটি উদ্ধার করে পরিবারকে খবর দেয় ।এরপর পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করেন।  


মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় মারিশদা থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন