রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অনশনরত শিক্ষকরা এফআইআর দায়ের করলো।
রাতেই তমলুক থানায় এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা।
সকালে তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে শোভাযাত্রা যাচ্ছিল। তমলুকের হাসপাতাল মোড়ে সেই শোভাযাত্রা পৌঁছালেই তাদের উদ্দেশ্য করে বিক্ষোভরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর চোর স্লোগান দেওয়া হয়। এরজেরে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা।
অভিযোগ এর পরেই বিক্ষোভরত মঞ্চকে লক্ষ্য করে পাথর ছোঁড়া থেকে শুরু করে বিজেপি কর্মীরা ।এমনকি শিক্ষকদের আন্দোলনস্থলে ঢুকে সেখানে থাকা চেয়ার ভাঙ্গাচুর করে বিজেপি কর্মীরা, মহিলা কর্মীরা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি।
আন্দোলনকারীদের দাবি বিজেপির কর্মীদের ছোঁড়া পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেক শিক্ষিকা আহত হয়ে ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি।
শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। এবং সম্পূর্ণটাই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার প্ররোচনায়। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফআইআর দায়ের করা হলো।
Tags
পশ্চিমবঙ্গ