সারা রাজ্যের সাথে এগরায় পালিত হলো তৃণমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।

সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই প্রতিবছরই ১ লা জানুয়ারি দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে এবং তমলুক জেলা সদর কার্যালয়ের পাশাপাশি এগরা ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি জানান, দলনেত্রীর দেখানো পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে। পাশাপাশি কাঁথি সাংগঠনিক জেলার সকল সাধারণ মানুষ ও কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজের গলায় শোনা গেল তেমনভাবে বিরোধী নেই এগরায়। 

তাই বিরোধীদের কে বার্তা দেওয়ার কোন বিষয়ই থাকছে না। এদিনের সভায় উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ মাইতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রুউপ হোসেন, জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি, আপতার খান, বীরেন মাইতি, অনির্বাণ মন্ডল, অশোক দাস, মানসী দে, গৌতম পাত্র, অর্ধেন্দু দাস মহাপাত্র, চন্দন রায় প্রমুখ। এদিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন