অত্যাধিক পরিমাণ ধান কেটে নেওয়ায় কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালো চাষীরা।

সরকারি নির্দেশ না মেনেই প্রতি কুইন্টালে অত্যাধিক পরিমাণ ধান কেটে নেওয়ার কারণে ফের কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালো চাষীরা। মঙ্গলবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোলে অবস্থিত কিষানমান্ডিতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে এলাকার কয়েকশো চাষী পাঁচরোল কিষান মান্ডিতে ধান বিক্রি করতে এলে মিলার প্রতি কুইন্টালে ৫-৬ কিলোগ্রাম ধান বেশি কেটে নিচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

 চাষীদের অভিযোগ, সরকারি কোন নির্দেশ না থাকা সত্বেও চাষিদের কাছে থেকে প্রতি কুইন্টালে ৫-৬ কিলোগ্রাম ধান বেশি কেটে নিত। এই ঘটনায় উত্তেজিত স্থানীয় চাষীরা কিষান মান্ডির গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। এদিন কিষান মান্ডির দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ( পারচেজ অফিসার) ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত চাষীরা। তবে এবিষয়ে আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন