কাজলা জনকল্যাণ সমিতি ও চাইল্ড রাইটস এ্যান্ড ইউ (ক্রাই)- এর উদ্যোগে শিশু দিবস পালন।

কাজলা জনকল্যাণ সমিতি ও চাইল্ড রাইটস এ্যান্ড ইউ (ক্রাই) এর উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে ১৪ই নভেম্বর ভারতের প্রথম প্রধান মন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে শিশু দিবস পালিত হলো। পণ্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান অনুরাধা দাস, উপ প্রধান, দেবরঞ্জন গিরি ও অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যগন। গ্রাম পঞ্চয়েতের প্রধান অনুরাধা দাস বলেন শিশু দিবস উপলক্ষ্যে আমরা অঙ্গীকার করছি - শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তুলবো এবং ঝুঁকিপূর্ন পরিবার গুলিকে সচেতন করবে। কাজলা জনকল্যাণ সমিতির সহ-অধিকর্তা বিবেকানন্দ সাহু বলেন - শিশু দিবস উপলক্ষ্যে সমিতির একটিই ভাবনা "শিশুবান্ধব পরিবেশই আমাদের অঙ্গীকার"। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ২০০ জন কিশোর কিশোরী এবং যুবক যুবতী ট্যাবলো সহযোগে সাইকেল রালিতে অংশ গ্রহণ করে। এই সাইকেল মিছিলের মাধ্যমে স্কুল ছুট, বাল্যবিবাহ, মানব পাচার, শিশু নির্যাতনের নানা সমস্যা প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাস ও উপ প্রধান দেবরঞ্জন গিরি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য। 
প্রায় ৫ কিলোমিটার রাস্তা ধরে সুসজ্জিত ট্যাবলো প্রদক্ষিণ করে। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবরঞ্জন গিরি বলেন পঞ্চায়েতের বার্ষিক পরিকল্পনা রচনার জন্য এবছর শিশুদের মতামত গ্রহণ করা হয়েছে, শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় একটিও শিশু যাতে স্কুল ছুট না হয়, বাল্যবিবাহের শিকার না হয় এবং পাচারের শিকার না হয় তারজন্য গ্রাম পঞ্চায়েত ও কাজলা জনকল্যাণ সমিতি যৌথ ভাবে নানান কর্মসূচি গ্রহণ করবে। শিশু সদস্যা রিয়া দাস বলে - আমরা আজ শিশু দিবস উপলক্ষ্যে একটি অভিনব কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি। আমাদের মতো অনেক শিশু আছে যারা জন্ম থেকেই কত সমস্যার মাথায় নিয়ে বড় হয়। এমন অনেক শিশু আছে যাদের সঙ্গে তাদের মা - বাবার ভালো সম্পর্কই নেই। সকল শিশু সুরক্ষিত থাকুক - বড়দের কাছে এই প্রত্যাশা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন