বস্ত্র দান,রক্তদান ও প্রসাদ বিতরন রাজদূত ব্যায়ামাগারের।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অন্যতম প্রাচীন সার্ব্বজনীন শ্যামা পূজার আয়োজক রাজদূত ব্যায়ামাগারের একাধিক সামাজিক কর্মসূচীকে স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মত।

রবিবার কালী পূজার দিন বিকালে নতুন বস্ত্র উপহার সামগ্রী হিসাবে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।তিনি বলেন কাঁথির অন্যান্য সার্ব্বজনীন পূজা আয়োজকদের থেকে রাজদূত ব্যায়ামাগার আলাদা।কালী পূজার পাশাপাশি নানান ধরনের সামাজিক কর্মসূচী করে থাকেন,যা সত্যি প্রশংসার যোগ্য।
মঙ্গলবার সকালে কাঁথি লিও ক্লাবের সাথে যৌথ ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।নিখিলেশ নন্দ স্মৃতি কক্ষে রক্তদান শিবিরে মহিলা-পুরুষ সহ ৩০ জন রক্তদান করেন।প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে আম গাছের চারা তুলে দেওয়া হয়েছে।

দুপুরে প্রায় ৪০০ জন মানুষের হাতে মায়ের খিচুড়ি প্রসাদ তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন