স্কুলের মিড ডে মিল এর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো প্রধান শিক্ষক। স্কুল গেটের ভেতর তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার মানিকবাঁধ উচ্চ বিদ্যালয় এর।
গ্রামবাসীদের অভিযোগ মঙ্গলবার বিদ্যালয় পঠন-পাঠন শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ প্রধান শিক্ষক তার নিজের রুমে বসেছিল। আনুমানিক ৫ঃ৩০ মিনিট নাগাদ এক ফেরিওলা স্কুলের মধ্যে যান বাইক নিয়ে। বেরোনোর সময় বাইকে চালের বস্তা। স্কুলের গেট পার হওয়ার সাথে সাথেই গ্রামবাসীরা এসে তাকে ধরে ফেলে। ওই ফেরিওয়ালা জানায় প্রধান শিক্ষক তাকে চালগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ডেকেছিল। তবে চাপের মুখে পড়ে প্রধান শিক্ষক কার্যত একপ্রকার মেনে নিয়েছেন যে চালগুলো তিনি বিক্রি করছেন। তবে সাফাই দিয়েছেন নষ্ট হয়ে যাচ্ছিল তাই বিক্রি করে স্কুলের ফান্ডে কাজে লাগাতাম।
Tags
অপরাধ