২৪ নভেম্বর মুক্তি পাবে " কুরবান "।

ইন্দ্রজিৎ আইচ :- শৈবাল মুখোপাধ্যায় একজন নতুন পরিচালক। তার স্বপ্ন এতদিনে সফল হতে চলেছে।
তার পরিচালনায় আগামী ২৪ নভেম্বর শুক্রবার মুক্তি পেতে চলেছে " কুরবান "। সাউথ সিটির এক নামী রেস্তোরায় এই কুরবান ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো। ছিলেন এই ছবির দুই নায়ক নায়িকা 
প্রিয়াঙ্কা সরকার ও অঙ্কুশ হাজরা। তারা দুজনেই জানালেন কুরবান ছবি র টাইটেল হলেও এই ছবিতে একটা সামাজিক বার্তা আছে। পরিচালক শৈবাল মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানালেন এই ছবির মূল ট্যাগ লাইন হলো "জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালবাসার বার্তা"। প্রিয়াঙ্কা, অঙ্কুশ ছাড়া অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সৌভিক ব্যানার্জী, কাঞ্চন মল্লিক, মনীষা মৌ সহ তিরিশ জন কলাকুশলী।

সঙ্গীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব। ছবির শুটিং হয়েছে রামপুরহাট, টাকি, উত্তর প্রদেশ এবং মুম্বাইতে। এটা আমার জীবনের প্রথম পরিচালিত ছবি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন