পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সার্বজনীন দুর্গা ও লক্ষী পূজা কমিটির ৭৬ তম বর্ষের দুর্গোৎসব আয়োজক । পূজা উপলক্ষে রবিবার দিশারী ময়দানে আয়োজিত হল রক্তদান শিবির।এই শিবিরের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক ডঃ এন.কে পাল।
সংস্থার সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুন্ডু বলেন প্রায় শতাধিক মানুষ আজকে রক্তদানে এগিয়ে এসেছেন। কাঁথি ব্লাড ব্যাংকের কর্মীরা এই দিন রক্ত সংগ্রহের কাজ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘা অঘোর কামিনী হাসপাতালের চিকিৎসক শেখ সাবির,পুজো উদ্যোক্তা তপন কুমার মাইতি,বসন্ত জানা, উত্তম কুমার মাইতি, সুনির্মল প্রধান,সুজিত কর সহ এলাকার বিশিষ্ট মানুষজন।
Tags
পশ্চিমবঙ্গ