উৎসবের আনন্দ থেকে বঞ্চিত 'নেপথ্যেরপশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কেশপুর ব্লকের অকুলসাঁড়া গ্রাম। গ্রামে নানান জাতি ধর্ম বর্নের মানুষের বাস। গ্রামেই রয়েছে লৌহকার, কুম্ভকার, চর্মকার, ছুতোর থেকে থেকে শুরু করে বান্দার ।
ওদের কেউ তৈরি করছেন দুর্গা প্রতিমা, কেউ বানাচ্ছেন শোলার চাঁদমালা। কারও হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির ঘট-প্রদীপ। কেউ বা ব্যস্ত ঢাকঢোল তৈরিতে, দশভুজার পুজোর নেপথ্যের কারিগর ওরাই! অথচ ওদের গ্রামেই দুর্গাপুজো নেই।
Tags
উৎসব