হাতিবাগান নবীন পল্লীর পুজোর থিম আবোল তাবোল

ইন্দ্রজিৎ আইচ:- সুকুমার রায়ের রাম গড়ুরের ছানা, হুকো মুখো হ্যাংলা বা হাসজারুকে মনে আছে নিশ্চই আপনাদের।আপামর বাংলার মানুষের কাছে সুকুমার রায় এর আবোল তাবোল মানেই ছোটবেলার কথা মনে পড়বেই।
                                    আবোল তাবোল এর 100 বছর পূর্ন হলো। সেই বিষয় কে এবার থিম হিসাবে বেছে নিয়েছে
হাতিবাগান নবীন পল্লী। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ক্লাবের পুজোর চিফ অর্গানাইজার দীপ্ত ঘোষ জানালেন আমাদের নব্বই বছরের পুজোর থিম হলো
একশোতে পা দেওয়া আবোল তাবোল। সৃজন এ আছেন অনির্বাণ দাস।আলোক পরিকল্পনা প্রেমেন্দু বিকাশ চাকী। সারা মণ্ডপ এমন কি সারা পারা আবোল তাবোল এর থিম এ সেজে উটছে। আপনারা এই উত্তর কলকাতার হাতি বাগান নবীন পল্লীর এই সেরা পুজো দেখতে আসুন। আমাদের এই পুজোয় সর্বত ভাবে সহযোগিতা করছেন আমাদের চেয়ারম্যান কলকাতা কর্পোরেশন এর মেয়র পারিষদ অতিন ঘোষ। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঝুমা ঘোষ, শাশ্বত ঘোষ,প্রিয়দর্সীনি সহ আরো অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন