স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সফট টয় তৈরীর মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।কি ভাবে সফট টয় তৈরী করা হয় ১৩দিন ধরে তার প্রশিক্ষন দিলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রামীণ স্বনির্ভরতা প্রশিক্ষণ সংস্থা।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সুশান্ত সরণীর সংস্থার কার্যালয়ে দেশপ্রাণ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর ৩৫ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
১৩ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার মূল্যায়ন করে শংসাপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীরা বলেন এই খেলনা প্রস্তুত করার প্রশিক্ষণ পেয়ে আমরা খুশি। অর্থ উপার্জনের দিক থেকে তারা অনেকটা এগিয়ে যেতে পারবো বলে আশা প্রকাশ করেন এই মহিলারা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শংসাপত্র বিতরণী অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর সেটির ডাইরেক্টর পুলক ভূঁইয়া, ইডিপি ডিএসআর উদয় লাহিড়। ডোমেন ডি এস আর রঞ্জিতা ব্যানার্জি, প্রশিক্ষক মৌলিসা গিরি কোর্স করিনেটর ও মাল্য ভট্টাচার্য উত্তম কুমার দাস রবীন্দ্রনাথ মণ্ডল অশ্বিনী বর প্রমূখ।