রবিবার তাম্রলিপ্ত পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বিক্ষণ পাড়া কমিউনিটি হলে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিলেন ১৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি। পরিচালনা করে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন ।
কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি জানিয়েছেন ,প্রায় ২০০ জন এর মতো গরিব মানুষরা চক্ষু পরীক্ষা করিয়েছেন এই শিবিরে এবং ৫০ জনের বেশি চোখের ছানি অপারেশন হবে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন হাসপাতালে। আগামী মঙ্গলবার প্রায় ৭০ জনকে বিনামূল্যে নিজের অর্থ ব্যয় করে চশমা কিনে দিবেন । সাথে সাথে বেশ কিছু গরিব মানুষদেরকে তাদের চোখের সমস্যা দূর করার জন্য চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ পত্রাদি ও কিনে দিয়েছেন কাউন্সিলার দেবশ্রী মাইতি । তীব্র দাবদাহের জন্য সকাল ৮টা থেকে চক্ষু পরীক্ষা শিবির শুরু হয়। বিশিষ্ট চিকিৎসকদেরকে ফুলের তোড়া ও একটি করে গাছ উপহার হিসেবে তুলে দেন কাউন্সিলর দেবশ্রী মাইতি।
Tags
পশ্চিমবঙ্গ