পূর্ব মেদিনীপুর জেলার নবজোয়ার কর্মসূচীর তৃতীয় দিন চণ্ডীপুর বাজারে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে নন্দীগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে হাঁসচড়া বাসস্ট্যান্ড লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে চা পর্বে এলাকার মানুষদের সমস্যা,ভালো মন্দ নয়ে আলোচনা হয়।
সেখান থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় হবিচক গ্রামের পটশিল্পী আবেদ চিত্রকর এবং তাঁর স্ত্রী সায়েরা চিত্রকর-সহ ২৫ জন পটশিল্পীর কথা বলেন।
পটচিত্র শিল্পী শুভ চিত্রকর,বিজয় চিত্রকর,ইনসার চিত্রকররা অ্যালুমিনিয়ামের প্লেটের উপর তেল রঙের কারুকাজের পটচিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন।প্রসঙ্গত চলতিমাসের প্রথম সপ্তাহে আবেদের স্ত্রী সায়েরা চিত্রকর ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্ব লোকোগানের আসরে পটের গান শোনাবেন। তাঁর সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অভিষেক।
Tags
নির্বাচন