।। ১২০ কেজি ওজনের শংকর কর মাছ নন্দীগ্রামে ।।

তাক লাগিয়ে দিল ১২০ কেজি ওজনের শংকর কর মাছ 

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়ায়
মাছের আড়তে মংগলবার এলো ১২০ কেজি ওজনের শংকর কর মাছ ।

এদিন বাজার খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় মাছ ব্যবসায়ীদের ।আড়তের সামনে টোটোয় পড়ে আছে ১২০ কেজি ওজনের শংকর মাছ।

 নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাচূড়া বাজারে এত বড় শংকর মাছ র আগে কখনও আসেনি।তাই স্বাভাবিক কারনে এই মাছ দেখে হতবাক মাছের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। 

মাছের ওপর দামের দর লাগাতে শুরু করে মাছ ব্যবসায়ীরা, শেষ পর্যন্ত ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি নিলাম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন