তাক লাগিয়ে দিল ১২০ কেজি ওজনের শংকর কর মাছ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়ায়
মাছের আড়তে মংগলবার এলো ১২০ কেজি ওজনের শংকর কর মাছ ।
এদিন বাজার খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় মাছ ব্যবসায়ীদের ।আড়তের সামনে টোটোয় পড়ে আছে ১২০ কেজি ওজনের শংকর মাছ।
নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাচূড়া বাজারে এত বড় শংকর মাছ র আগে কখনও আসেনি।তাই স্বাভাবিক কারনে এই মাছ দেখে হতবাক মাছের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।
Tags
পশ্চিমবঙ্গ