পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বৃহস্পতিবার ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভারতের সবচেয়ে পুরনো - ঐতিহাসিক খেজুরি ডাকঘরের উপর একটি পোস্টকার্ড প্রকাশ করা হয় ও দীঘা সি-বিচের উপর একটি ডাকটিকিট প্রকাশ করা হয়। এটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গের চিফ পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশী।
তিনি তার বক্তব্যে খেজুরি ডাকঘরের ইতিহাস ও গ্রামীণ ভারতে ডাক ব্যবস্থার উত্তরোত্তর সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য ১৭৭২ খ্রিস্টাব্দে বিদেশ থেকে আগত নাবিক ও যাত্রী সাধারণের খবরাখবর চিঠিপত্র আদান-প্রদানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধীনে খেজুরিতে একটি ডাক বিভাগ চালু করে। সেখানেই এই ডাকঘরটি তৈরি করা হয়েছিল।
Tags
পশ্চিমবঙ্গ