।। তমলুকে ১০০ কেজি গাঁজা সহ আটক ৬ জন ।।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১১৬ জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় দিঘা থেকে কলকাতা গামী বাস থেকে ১২ ব্যাগ গাঁজা উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় পুলিশ আটক করেছে ৬ জন দুষ্ক্রতিতিকে।

জানা গেছে তমলুকের এসডিপিও সাকিব আহমেদ এর নেতৃত্বে তমলুক থানার বিশাল পুলিস বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে বসে ছিলো। বাসটি টোল প্লাজায় ঢুকতেই হানা দিয়ে ৬ জন এর থেকে মোট ১২ ব্যাগ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমান আনুমানিক ১০০ কেজি । ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

 বাসটিকেও আটক করা হয়েছে। এত পরিমান গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এখনও জানা যায়নি। আটক ছয় জনের বাড়ি ক্যানিং এলাকায়। এতো পরিমাণে গাঁজা কোথা থেকে কোথা নিয়ে যাওয়া হচ্ছিল সব কিছুর তদন্ত করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন