পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১১৬ জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় দিঘা থেকে কলকাতা গামী বাস থেকে ১২ ব্যাগ গাঁজা উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় পুলিশ আটক করেছে ৬ জন দুষ্ক্রতিতিকে।
জানা গেছে তমলুকের এসডিপিও সাকিব আহমেদ এর নেতৃত্বে তমলুক থানার বিশাল পুলিস বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে বসে ছিলো। বাসটি টোল প্লাজায় ঢুকতেই হানা দিয়ে ৬ জন এর থেকে মোট ১২ ব্যাগ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমান আনুমানিক ১০০ কেজি । ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
Tags
অপরাধ