।। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের ভাটদা গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। ১২ থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। 

সোমবার ভাটদা পল্লীমঙ্গল মঙ্গল সমিতির উদ্যোগে এলাকার নাবালিকা মেয়েদের ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। কিশোরীদের বয়সন্ধি পুষ্টি ও যৌন প্রজনন সম্পর্কে আলোচনা করা হয়। এমনকি ১৮ বছরের নীচে মেয়েরা মা হলে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক, বিশিষ্ট চিকিৎসক বাদল অশ্রু ঘাটা, এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারীক মৌসম চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক প্রদীপ কুমার দাস, এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, ক্লাবের সভাপতি রামপদ দাস, ক্লাবের সম্পাদক আনন্দদুলাল গিরি, মানস করমহাপাত্র, মনিময় করমহাপাত্র, প্ৰিয়জ্যোতি করমহাপাত্র প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন