কাঁথি লায়ন্স ক্লাবের বিশ্ব স্বাক্ষরতা দিবস উদযাপন

 




কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার কাঁথি শিশু নিকেতন নার্সারি স্কুলে বিশ্ব স্বাক্ষরা দিবস উদযাপন করা হয় । শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক্টের রিজিওন চেয়ারম্যান সুবিমল মাইতি।অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা,সম্পাদক রাজকুমার দুয়ারী,কোষাধ্যক্ষ অশোক সাহু প্রমুখ।


কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা জানিয়েছেন চতুর্থ শ্রেণী স্বামী বিবেকানন্দ ও আধুনিক ভারত এবং তৃতীয় শ্রেনী পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা নিয়ে বসে লেখ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।সফল প্রতিযোগীদের পরে ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন