তৃনমূল পদাধিকারীদের সম্বর্ধনা

 



পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে শাসকদলের নবনির্বাচিত দলীয় পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।


 রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পূর্ব চক্রের প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির তরফে এগরা ২ ব্লকের তৃণমূলের সমস্ত স্তরের সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়।


 এদিন সংগঠনের তরফে এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, যুব তৃণমূল সভাপতি স্বপন পাত্র, সহ সভাপতি রাজকুমার দুয়ারী ও প্রকাশ রায় চৌধুরী, দলের মহিলা তৃণমূল সভানেত্রী গায়েত্রী পাত্র এবং ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি সুধাকান্ত বারিকে সংবর্ধনা দেওয়া হয়। 


সভায় উপস্থিত ছিলেন সংগঠনের এগরা পূর্ব চক্রের সভাপতি হেমন্ত দোলাই,সম্পাদক দেবাশীষ রায় ও অমলেন্দু আচার্য্য প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন