প্রদীপ কুমার সিংহ
মানসিক অবসাদের জন্য এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃত ব্যক্তির নাম নিবাস দলুই (৩২)। বাড়ি বারুইপুর থানা অন্তর্গত উত্তরভাগ বুড়ির আবাদে।
পরিবার সূত্রে খবর নিবাস দলুই রাজমিস্ত্রীর সহকারীর কাজ করত ।কিছুদিন তার কাজ না থাকায় সে মানসিক অবসাদে ভুগছিলো।
শনিবার ভোর বেলায় নিজের ঘোরেতে গলায় দড়ি দেয়। আশেপাশে বাড়ির লোক জানতে পারলে সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেয় ।
বারুইপুর থানার পুলিশ নিবাস দলুই কে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার নিবাস দলুইকে দেখে মৃত বলে ঘোষণা করে। পুলিশ নিবাস তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।