বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

 





                    প্রদীপ কুমার সিংহ 


বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলায় তিন নম্বর গেটে সমাজ উন্নয়ন  কেন্দ্রে । শনিবার ব্যাঙ্গালোরে হার্ট হেলথ হাই ফাউন্ডেশনের পরিচালনায় এই কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। 

এখানে ৩৫ জন ছেলেমেয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে ।যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত তাঁরাই প্রশিক্ষণ পাবে  । এদের শিক্ষাকতা যোগ্যতা থাকতে হবে ক্লাস ৮ থেকে ১২ পাস পর্যন্ত। সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েদের এখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা করা হয়েছে।

 এই সংস্থার একজন সদস্যের সঙ্গে কথা বলে জানতে পারা যায় যে এই প্রশিক্ষণ শিবিরটি চলবে ৬ মাস ধরে। সেই সঙ্গে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ শেষ হয়ে গেলে এবং যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করবে তাদেরকে এখান থেকেই  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন