মঙ্গলবার মেদিনীপুর শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শ্রমিক-কর্মচারী-শিক্ষক আন্দোলনের যৌথমঞ্চ ১২ জুলাই কমিটির প্রতিষ্ঠা দিবস। এদিন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে প্রথমে শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্ব অশোক ঘোষ।এরপর মেদিনীপুর শহরের রাজপথে মিছিল হয়। মিছিল শেষে কর্মচারী ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়দেব দাশগুপ্ত।
এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাধর বর্মণ, দেবাশীষ চ্যাটার্জী,বিপদতারণ ঘোষ, শান্তনু সেন প্রমুখ নেতৃবৃন্দ।
