বাথুয়াড়ি অঞ্চলে প্রস্তুতি বৈঠক

 




আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ রয়েছে। ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একুশে জুলাই নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কর্মীদের নিয়ে একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠক সারছেন। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন করছেন তৃণমূল কর্মীরা। 


সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ি অঞ্চলে দেওয়াল লিখন করলো তৃণমূল কর্মীরা। এ দিন এগরা ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা হয় পাহাড়পুরে ।   

কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং একুশে জুলাই সম্পর্কে দলীয় কর্মীদের বার্তা দিতে প্রস্তুতি সভা করা হলো। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কর্মীদের মধ্যে উচ্ছাস রয়েছে এবং সকলেই একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য তৈরি। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এক লক্ষ মানুষ আগামী একুশে জুলাইয়ে ধর্মতলায় শহীদ সমাবেশে যাবেন। 

এদিন সভায় উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সন্দীপ পাত্র, এগরা ২ ব্লক যুব তৃণমূল সভাপতি স্বপন পাত্র, বাথুয়ারী অঞ্চল তৃণমূল সভাপতি মৃগাঙ্ক শেখার গিরি, সম্পাদক ভীম চরণ হাজরা, বাথুয়ারী অঞ্চল প্রধান লক্ষী রানী হাজরা, উপ প্রধান সুজিত কুমার শী, বাথুয়ারী অঞ্চল যুব তৃণমূল সভাপতি নীলকমল মাইতি, যুব নেতা অভিমন্যু মাইতি ও অর্ধেন্দু সিংহ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন