ভগবানপুরে তৃনমূলের প্রস্তুতি সভা

 




পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া ও ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা চলো কর্মসূচী সফল করার লক্ষে উদবাদল বাজার  ও উত্তর খামার বাজারে দুটি মহামিছিল ও জনসভা আয়োজিত হয়।


 বাসুদেববেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অাহ্বানে উদবাদল বাজার সংলগ্ন মাঠে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন  প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, শশাঙ্ক জানা, কাজল বর্মন, বিকাশ বেজ, অশ্বিনী খাটুয়া, দীপঙ্কর খাটুয়া, দেবাশীষ বেরা,অমিত দাস প্রমুখ নেতৃবৃন্দ।


 ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে উত্তর খামার বাজার  সংলগ্ন মাঠে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের  মামুদ হোসেন, শশাঙ্ক জানা, পীযুষ পন্ডা,কাজল বর্মন,হরিপদ দাস মহাপাত্র,কালীপদ বর্মন, নিতাই ভূঞ্যা,সুমিতা জানা,সেক আসরাফ,গৌরাঙ্গ মন্সল,জলধর মান্না, অশ্বিনী খাটুয়া প্রমুখ নেতৃবৃন্দ। 


ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক জানা বিজেপি র সন্ত্রাস সৃষ্টি র অপচেষ্টা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পটাশপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ পন্ডা ধর্মতলা চলো অভিযান সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার কার্যত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস,চাল, চিড়ামুড়ি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। রাজ্য সরকারের ন্যাহ্য পাওনা  ৯৮ হাজাট কোটি টাকা থেকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে আর্থিক অবরোধ সৃষ্টি করেছে। বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন। জননেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো অভিযান সফল করতে ধর্মতলা'র স্মৃতি তর্পণ সভাকে জনসমুদ্রে পরিনত করার আবেদন জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন