কুমিরদা অঞ্চলে বাম কৃষক শ্রমিক সংগঠনের ডাকে ডেপুটেশন। গতকাল কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকায় শতাধিক মানুষের লাল ঝাণ্ডার দীপ্ত মিছিল দু কিলোমিটার মিছিল পরিক্রমা করে রাণিয়া তে গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছে ডেপুটেশন দিল।প্রায় দু'ঘণ্টা পঞ্চায়েত অফিসে ঘেরাও অবস্থান চলে।
শেষমেষ প্রধানের কাছ থেকে আশু আদায়যোগ্য দাবি ১০০ দিনের মুজুরির বকেয়া টাকা মিটানো এবং বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেওয়ায় অবরোধ ধর্ণা তুলে নেওয়া হয় ।এছাড়া জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা , বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অনুমোদন, মাটির বাড়ী যাদের আছে তাদের আবাস যোজনা নাম নথিভুক্ত করা সহ ১৬ দফা দাবি গুলি ছিল।
নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আশিস প্রামাণিক, কমরেড কালীপদ শীট, পিনাকী দাস, হিমাংশু পণ্ডা,দেবেন্দ্রনাথ পাল ,গোপাল পড়্যা,প্রতাপ দাস, ঝাড়েশ্বর বেরা ,সজল সামন্ত, বাসুদেব সিং,অজয় শ্যামল,তপন জানা প্রমুখ।