প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর নবনিযুক্ত সভানেত্রী দিপালী দেবনাথ (বাগ)।তৃণমূল মহিলা সংগঠনের একটি নতুন শাখা সংগঠন বঙ্গ জননী বাহিনী।
জানা গেছে দিপালী দেবী দ্বায়িত্ব আওয়ার অরেই হলদিয়া শহরে বিভিন্ন ওয়ার্ডের মহিলারা এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে শুরু করেছেন।দিপালী দেবনাথ (বাগ) এই দায়িত্ব দেওয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী তথা পশ্চিম বঙ্গ মহিলা তৃনমূল কংগ্রেসের রাজ্য সহ- সভানেত্রী শিখা মাইতি কে অসংখ্য ধন্যবাদ জানান।
বলেন আমি এই দায়িত্ব নিয়ে আগামীদিনে হলদিয়া শহরে মহিলাদেরকে একত্রিত করে আমাদের এই বঙ্গ জননী বাহিনী মহিলা সংগঠন কে শক্তিশালী করে আমাদের সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাতকে শক্তিশালী করবো।