"সরস্বতী পূজো সম্মানের সাথে হতে দিল না , রামনবনীর মিছিল হতে দিল না, আর ওই তৃণমূল নেত্রী এখন নন্দীগ্রামে গিয়ে চন্ডি পাঠ করছে।" রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তির সমর্থনে ভঞ্জরপুকুরে জনসভা নিজের ভাষনে এ ভাবেই তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তিওয়ারি , কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই সহ অন্যান্য দলীয় কর্মীরা।
এদিন জনসভায় এসে মমতাকে নিশানা করে স্মৃতি ইরানি বলেন, যে বাংলার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সরস্বতী পূজো হত, আর সেই বাংলায় সরস্বতী পূজো হতে দিলো না তৃণমূল। বাংলার এমনই অবস্থা করে দিল তারা। রামনবনীতে মিছিল করার আগে গরীব মানুষদের পুলিশের সামনে হাত জড়ো করে দাঁড়াতে হয়েছিল। আর আজ বাংলায় দিদির খেলা দেখ , যে তৃণমূলের নেত্রী দুর্গা পূজোয় মূর্তি বিসর্জন হতে দিল না, সরস্বতী পূজো সম্মানের সাথে হতে দিল না , রামনবনীর মিছিল হতে দিল না, আর ওই তৃণমূল নেত্রী এখন নন্দীগ্রামে গিয়ে চন্ডি পাঠ করছে।
তাছাড়া যে তৃণমূলের নেতাগণ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মানুষকে মেরে ঝুলিয়ে দিয়েছিল তাকে কি ভোট দেবে সাধারন গরীব মানুষ ! আপনাদের হাতের আঙুলে বাংলার ভবিষ্যৎ রয়েছে। তাই আপনারা নিজেদের একটি ভোট দিয়েই বাংলা থেকে তৃণমূল'কে তাড়াতে পারবেন, আর আসল পরিবর্তন আনতে পারবেন।