কাঁথি পৌরসভার ৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীসভা শকুন্তলা লজের সভাগৃহে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দময় দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, জেলা পরিষদ সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম বারিক, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য সুবল মান্না, রত্নদীপ মান্না, প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন কাঁথি পৌরসভা সহ জেলার সমস্ত ক্ষমতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরের কাছ থেকে ভোগ করে এখন বিজেপির জামা পরে যাঁরা কুৎসিত অঙ্গভঙ্গী করে মানুষকে বিভ্রান্ত করছেন এবং জাত-পাত ও সাম্প্রদায়িকতার অাগুন নিয়ে খেলছেন তাঁদেরকে রাজনৈতিক ভাবে পর্যদুস্ত করতে হবে। কাঁথির মানুষ বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দিতে প্রস্তুত বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।