সরকার ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে রেট বৃদ্ধি সহ শ্রমিকদের বিভিন্ন দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের উত্তর জিয়াদা হাইস্কুলে হোসিয়ারী শ্রমিকদের দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দু শতাধিক হোসিয়ারী শ্রমিক উপস্থিত ছিলেন।
শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলন উপলক্ষে রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন,তা পাঠ করা হয়। বক্তব্য রাখেন,ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা প্রমুখ।
সভায় ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘটে হোসিয়ারী শ্রমিকরাও সামিল হবে বলে সিদ্ধান্ত হয়। সম্মেলন থেকে নারায়ণ চন্দ্র নায়ককে উপদেষ্টা, মধুসূদন বেরাকে সভাপতি, নেপাল বাগ ও তপন কুমার আদককে যুগ্ম সম্পাদক করে ৩৩ জনের একটি জেলা কমিটি গঠিত হয়।