পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ আবু আয়েশ মন্ডলের মূত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।তিনি তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ।তিনি বলেন, আবু আয়েশ মন্ডল খুব সৎ ব্যক্তি ছিলেন এবং পরিশ্রমী ছিলেন। তাঁর স্ত্রী, তিন পুত্র এবং দুই কন্যা বত'মান । বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন তাঁর সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয় ছিল ।
তিনি ১৯৯১ সালে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক হন, পরপর তিন বার বিধায়ক ছিলেন, ২০০৬ সালে সাংসদ নির্বাচিত হন ।তিনি তূনমুল কংগ্রেসে যোগদান করেন ২০০৯ সালে ।২০১১ সালে তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান হন।পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় তাঁর মৃত্যু হল, আটাত্তর বছর বয়সে ।
উল্লেখ থাকে গতকাল ৬ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ।