জেড়থান গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবির

 


মারন ভাইরাস করোনা আবহে রক্ত সংকট দেখা দিয়েছে সর্বত্র।আগে শিবিরের আয়োজন যারা করতেন,সেই আয়োজকেরা অনেকেই শিবিরের আয়োজন করতে না পারায় হাসপাতাল গুলিতে রক্তের সংকট চরম আকার ধারন করেছে।এই পরিস্থিতিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই রক্তদান শিবির আয়োজিত হয়। 

এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ। তিনি বলেন, "করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার ১২০ জন রক্তদান করেন। এগরা মহকুমা হাসপাতালে ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে।" 

উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, জেড়থান গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিজন বিহারি সাউ, এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী, এগরা-১ পঞ্চায়েত সমিতির সদস্য অতুল দাস, স্থানীয় পঞ্চায়েতের সঞ্চালক আইয়ুব খান, শান্তনু মাইতি ও বিশ্বজিৎ বেরা প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন