কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দিঘায় তৃণমূলের মহা মিছিল

 



 কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় মহা মিছিল তৃণমূলের।রামনগর ১ নম্বর ব্লকের পদিমা-১ও ২ অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিঘা এলাকায় বুধবার বিকেল্র  এই মহা মিছিলের নেতৃত্ব দেন রামনগরের বিধায়ক অখিল গিরি । 

উপস্থিত ছিলেন যুব তৃনমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি  সুপ্রকাশ গিরি সহ শাসক দলের ব্লক ও স্থানীয় নেতৃত্ব। 

রামনগরের বিধায়ক  জানান, কেন্দ্রীয় সরকার কৃষকদের হাতে মারার জন্য যে বিল জোর করে কৃষকদের উপরে লাগু করতে চাইছেন তার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি কৃষক একত্রিত হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাই স্বতঃস্ফূর্তভাবে কর্মী-সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেছে। 


একই সাথে তিনি বলেন ,উত্তরপ্রদেশে দলিতদের ওপর পরিকল্পিতভাবে যে অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেও আমরা জেলা থেকে রাজ্য থেকে আন্দোলন সংগঠিত করছি। এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর ও আকার ধারণ করবে। মহামিছিলের পাশাপাশি দিঘায় একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন