পিঁয়াজের ঝাঁঝে সাধারণ মানুষের চোখে জল

 



প্রদীপ কুমার সিংহ 

আর কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের পিঁয়াজের ঝাঁঝে চোখের জল পড়বে। কয়েকদিন ট্রাক ধর্মঘটের ফলে এমনিতেই মাল সাপ্লাই কম হচ্ছে কলকাতা সহ বিভিন্ন জেলায়।

তার ওপর যেখান থেকে পিয়াজ আসে সেই মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের চড়া দামে কিনতে হচ্ছে ব্যবসায়ীদের।

এক বস্তা পিয়াজ আনতে গেলে এখন খরচা পড়ছে প্রায় ২৩০০ ও ২৪০০টাকা। তাও আবার ৪০ কেজি থাকে এক বস্তায়।

বারুইপুর কাছারি বাজারের ব্যবসায়ী কাছে খোঁজ নিয়ে দেখা গেল যে এক বস্তা পিয়াজের দাম কাছারি বাজার পর্যন্ত কেজি প্রতি ৬২ ও ৬৩ টাকা পড়ে যাচ্ছে এখনো পর্যন্ত। সেই জায়গাটা আগামী দিনে মাল সাপ্লাই না হলে ১০০ টাকা উপরে যেতে পারে বলে জানাচ্ছে।


ডিমের ক্ষেত্রেও একই অবস্থা।

ডিমের সাপ্লাই এখন অনেক কমে গেছে যেখানে কলকাতার বাজারে ১৪ ও১৫ গাড়ির আসত এখন সে জায়গায় ৬ ও৭ গাড়ি ডিম আসছে তার ফলে ডিমের দাম অত্যন্ত বেড়ে যাচ্ছে।

এখনো পর্যন্ত বাজারে একটি ডিমের দাম ৬  টাকা পাওয়া যাচ্ছে আগামী দিনে এইটা কত পাওয়া যাবে সেটা ব্যবসায়ীরা বলতে পারছেনা।

যেহেতু বাজারের ডিমের যোগান কম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন