তিনি জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এবং গরমে রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবির করা হয়েছে। এ দিন ৭০ জন রক্তদান করেন। কাঁথি মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা-১ এর বিডিও বংশীধর ওঝা, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী পণ্ডিত ও উপ-প্রধান উদয়শংকর সর, এগরা-১ পঞ্চায়েত সমিতির সদস্য ইতিশ চন্দ্র দে, পঞ্চায়েতের সঞ্চালক সরোজ সাউ প্রমুখ।