উত্তরপ্রদেশের হাতরাসে ১৯ বছরের দলিত তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণের প্রতিবাদে ও ঐ হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আজ এস.ইউ.সি.আই.(কমিউনিস্ট) দলের ছাত্র সংগঠন এ আই ডি এস ও,যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, মহিলা সংগঠন এ আই এম এস এস' র পক্ষ থেকে মেছাদায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মনীষার ধর্ষণের ঘটনা আট বছর আগে দিল্লির নির্ভয়া কান্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে। অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানানো হয়।