পুলিশের পক্ষপাতীত্বের বিরুদ্ধে থানায় ডেপুটেশন।

 যখন পক্ষপাতিত্ব দোষেদুষ্টু হয়, সামাজিক ন্যায় পাওয়ার ক্ষেত্রে যখন মানুষ অসহায় বোধ করে, তখন সমাজের নানা স্তরে অসামাজিক কাজ, দুর্নীতি, তোলাবাজি দানা বাঁধে। মানুষের মনের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হয়। দীর্ঘদিন ধরে তৃণমূল শাসনে মানুষ তিতি বিরক্ত স্থানীয় প্রশাসন কিংবা পুলিশের উপর। মানুষ তার অভিযোগ দায়ের করতে পারে না ।পুলিশের এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে আজ কাঁঁথি খানার আই সি র কাছে বামফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। 
দাবিগুলির মধ্যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে । পুলিশের একাংশ তোলা তুলছে এবং তোলাবাজকারীদের সহযোগিতা করার মারাত্মক অভিযোগ এনেছে। পুলিশের উদাসীনতার জন্য সামাজিক সুস্থ পরিবেশকে নষ্ট হচ্ছে। অসামাজিক কাজে যুক্ত মানুষদের উৎকোচের বিনিময়ে ছাড়দিয়ে দিচ্ছে । কোথাও কোথাও অভিযোগ না নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। শাসকবিরোধী দলের লোকজনদের জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত করেছে। আবার কখনো মিথ্যা মামলা করে সিপিএম সহ বামফ্রন্টের কর্মীদের আটক করা হচ্ছে। সাধারণ গরীব মানুষ তাদের অভিযোগ নিয়ে গেলে থানার তরফ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । ফলে পুলিশের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন । বিরোধী দলগুলো সভা সমিতি কর্মসূচি পালন করা অনুমতি দেয়ার ক্ষেত্রে থানার গড়ি মসি বন্ধ করতে হবে । কখনো কখনো পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে এই প্রবণতা বন্ধ করার দাবি তোলে ডেপুটেশনে প্রতিনিধিগণ বামফ্রন্টের পক্ষে প্রকৃত সত্য ঘটনা নিয়ে থানায় গেলে তা নিয়ে হয়রানি দেয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন