প্রদীপ কুমার সিংহ :- ভর সন্ধ্যায় সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দুটি বাইকে করে মোট চারজন আসে। তারা দোকানের ভিতর ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালায় বলে অভিযোগ। পালিয়ে যাওয়ার সময় বাইক আরোহী দুষ্কৃতিদের স্থানীয় অটোচালকরা ধরতে গেলে শুন্যে গুলি ছোঁড়ে তারা। তারপর পালিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেও সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানের মালিক সজল পালিত বলেন প্রথমে আমার দোকানে চারজন লোক ঢুকেছিল তারা আমাকে গুলি করে কিন্তু বন্দুক থেকে গুলিটা না বেরোনোর পর বন্দুকের বাপের বাড়ি মাথায় মেয়ারে এবং আমার দোকানে প্রায় দু লাখ টাকা ছিল ও সোনা গহনার সব নিয়ে চারজন দুষ্কৃতী চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসা করার পর সোনাপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সোনাপুর থানা পুলিশ সেই দোকানে আসে। কিছুদিন আগে সোনারপুরে একটি সোনার দোকানে ডাকাতি ঘটনায় সেই দোকানের মালিক কে ডাকাতরা গুলি করে এবং মালিক মারা যায়। সেই ঘটনায় সোনারপুর থানা পুলিশ তদন্ত করে দেখে বাংলাদেশের যোগ ছিল বাংলাদেশে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কিন্তু তারপর আর কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারিনি।
Tags
অপরাধ