হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে ২৩ নম্বর ওয়ার্ডের রাধা বল্লভ চকে তৈরি হওয়ার কথা ছিল হলদিয়া বাস স্ট্যান্ড । সেই নিয়েই বাম আমলে শুরু হয়েছিল জায়গা ভরাট। রাজ্যের তৎকালীন পরিবহন মন্ত্রী এসে ওই জায়গাটি উপর শিলান্যাস করেছিলেন । কিন্তু ওই জায়গায় টাউনশিপ থেকে অনেকটা দূরত্ব হওয়ায় রাধাবল্লভচকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আবার নতুন করে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড করার পরিকল্পনা করেন সরকার ।অন্যত্র তৈরি হচ্ছে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড । কিন্তু পূর্বতন জায়গা থেকে মাটি দিন দুপুরে চুরি হয়ে গেলেও কারো কোন হেলদোল নেই বলে অভিযোগ ।
বিএমএস রাজ্যে সহ-সভাপতি প্রদীপ বিজলী অভিযোগ করে বলেন আমরা শুনেছি বালিচুরি কয়লা চুরি গরু চুরি গল্প এখন দিনের বেলায় জেসিভি লাগিয়ে চুরি হচ্ছে মাটি। হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং এলাকার প্রাক্তন কাউন্সিলর যারা আছেন কেউ কি দেখতে পারছেন না প্রশ্ন করেছেন ।
Tags
অপরাধ