।। বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের শিবির ।।

পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের চারটি ইউনিট আয়োজিত বিশেষ শীতকালীন শিবির অনুষ্ঠিত হল।

শিবিরে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন আশ্রমের সহ সম্পাদক স্বামী বিশেষানন্দজী মহারাজ,পরিচালন সমিতির সভাপতি পার্থ বটব্যাল,প্রিন্সিপ্যাল ডঃ মানবেন্দ্র সাহু
প্রমুখ।

 পঁয়তাল্লিশ জন সেচ্ছাসেবক ছাত্র ছাত্রী এই শিবিরে অংশ নিয়েছেন।চারটি দত্তক গ্রামের দায়িত্বে ছিলেন চারজন অধ্যাপক অধ‌্যাপিকা। বাজিতপুর গ্রামে এই সপ্তদিবসীয় শিবির ৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হলো কলেজের সেমিনার হলে।

চারটি ইউনিটের দায়িত্বে ছিলেন অধ্যাপক সৌমিত মন্ডল,অধ্যাপিকা ঈশা রানী দাস, অধ্যাপিকা সংঘমিত্রা আড়ি আদক, অধ্যাপক সুদেব ভট্টাচার্য্য

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন