।। এন আর ডি ও এবং জয়দ্বীপ ট্রাভেলস এরসাংবাদিক সম্মেলন ।।

ইন্দ্রজিৎ আইচ:-  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনআরডিও এবং জয়দীপা ট্রাভেল যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। 

ঘুরতে ভালবাসা বাঙ্গালীদের তাদের মনের কথা সকল ভ্রমণ প্রিয় মানুষের কাছে তুলে ধরার জন্য জয়দীপা ট্রাভেল একটি ট্রাভেল ব্লক ওয়েবসাইট উদ্বোধন করেন.. জয়দীপা ট্রাভেলের তরফ থেকে।

 এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও জয়দীপা ভট্টাচার্য.. এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন এন আর ডি ওর চেয়ারপারসন সোমনাথ ঘোষ।

 সোমনাথ ঘোষ জানান এনআরডিও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা করেছিল তা ইতিমধ্যে শেষ হয়েছে। এই ট্রেনিংয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কুড়ি জন মহিলাকে ফেব্রিকের ট্রেনিং দেওয়া হয়। 

তাদের হাতের কাজকে সারা রাজ্যবাসির কাছে তুলে ধরার জন্য ও তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য তাদের হাতে তৈরি কাজগুলিকে সকলের সামনে নিয়ে আসতে মার্চ মাসের শেষে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছে। যেখানে প্রদর্শিত হবে এই পিছিয়ে পড়া মহিলাদের হাতের কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন