পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের আমতলিয়া অঞ্চলের ঘোড়াঘাটা সেভেন স্টার ক্লাবের আয়োজনে ও লায়ন্স ক্লাব অফ কন্টাই র সহযোগিতায় সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। কোলকাতার কোঠারী ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। প্রায় শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, লায়ন্স ক্লাব অফ কন্টাই র কর্মকর্তা অশোক সাহু,এনামুল আলি খাঁন,স্বপন পরিয়ালী,উপপ্রধান দেবাশীষ ভূঞ্যা, আয়োজক শঙ্কর বারিক,ব্লক কর্মাধ্যক্ষ রেখা বারিক,তাপস মন্ডল,দুখিরাম গুচ্ছাইত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন রক্তদান সামাজিক দায়বদ্ধতার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন। রক্তদান আসলে সামাজিক ঋণপরিশোধের নামান্তর। রক্তদান জাত-পাত, ধর্ম-বর্ণ,রাজনীতি নির্বিশেষে প্রতিটি মানুষকে সঙ্কীর্ণতার সীমারেখা অতিক্রমে উদ্বুদ্ধ করে।সকলকে ধন্যবাদ জানান ঘোড়াঘাটা সেভেন স্টার ক্লাবের কর্মকর্তা শঙ্কর বারিক প্রমুখ।
Tags
পশ্চিমবঙ্গ