।। ৭৫ বছরে পা দিল অমর্ষি রঘুনাথ হাইস্কুল ।।

৭৫ বছরে পা দিল অমর্ষি রঘুনাথ হাইস্কুল। ওই উপলক্ষে শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মেলান, শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মী-সহ এলাকার বহু মানুষ। ওই শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে স্কুলে ফেরার পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি ও কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ রামনাথানন্দজী। 


স্মারক বৃক্ষরোপন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। ‌ এদিন প্রধান অতিথির আসন অলংকৃত করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।ছিলেন পটাশপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিযুষকান্তি পন্ডা প্রমুখ ‌।

 স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর বাগ যায় জানিয়েছেন, লক্ষ্য সেরা স্কুল তৈরি করা। তার সঙ্গে ছাত্রছাত্রীদের সমস্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্কুলটা যাতে একটু মডার্ন হয় প্রচেষ্টা করা হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য একশ শতাংশ প্রয়াস চালিয়ে যাচ্ছি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন