।। প্রকাশিত হলো অভিনেতা সৌরভ চক্রবর্তীর কবিতার বই ।।

 ইন্দ্রজিৎ আইচ :- পার্ক স্ট্রীট এর অক্সফোর্ড গ্যালারিতে সম্প্রতি প্রকাশিত হলো জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক সৌরভ চক্রবর্তী র নতুন কবিতার বই খবর আছে।

ঘরোয়া পরিবেশে এক সাংবাদিক সম্মেলনে এই বই টি উদ্বোধন করে সৌরভ চক্রবর্তী বলেন আমি ছোটবেলা থেকে সাহিত্য এর পরিবেশে বড় হয়েছি। বাবা মা বই পড়তে ভালোবাসেন। তাদের উৎসাহে কবিতা লেখা শুরু। 


আমার প্রথম ক্লাস ফাইভে পড়ার সময় প্রকাশিত হয় 
" এক ফোঁটা সুখ "। তার দু বছর পর প্রকাশিত হয় " অচেনা আলোর রেখা "। ২০০২ সালে কলকাতা বই মেলায় প্রকাশিত হয় আমার তৃতীয় কাব্য গ্রন্থ 
" একান্তে অভিমন্যু "। 

বহুদিন বাদে আমার এই বই খবর আছে প্রকাশিত হলো শালিধান প্রকাশন থেকে। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিধান এর দুই কর্ণধার পার্থ দেব ও তন্ময় দে। 
সৌরভ চক্রবর্তী র এই বইয়ের প্রতিটা কবিতা খুব বাস্তববাদী।

যেমন তার এই ভাগ্যিস কবিতা টি...আমি তো ছুড়েছি ধুলো
একে একে ভুলগুলো
শর্তে ক্ষয়েছে
জানালা খুলে দিস
হাওয়া ছিল ভাগ্যিস 
বৃষ্টি হয়েছে
আবার এই ধুসর কবিতাটি
কোন আগুনে পুরবে প্রিয়
না হয় কিছু বাতাস দিও
ঝলকানিতে
তোমার শহর ধুসর দেখায় ব্যালকনিতে....
যেমন ইতস্তত কবিতায়
কবি সৌরভ চক্রবর্তী লিখছেন তুমি আমি ইতস্তত
মাপছি বোধহয় গভীর কত...ডুব
এই শহরের ঘুম পেয়েছে খুব 
এই রকম নানা ধরনের ছোট বড় নানা কবিতা লিখেছেন খবর আছে বইতে। ভালো লাগে সেই আমিটা, ইতিহাস, বাবা, কাটাকুটি, আরেকটা দান, খবর আছে, শুকতারা, সফরনামা, হাওয়া অফিস, রাজধানী, তোমার ভেতর থাকি সহ মোট ৩৬ টি কবিতা লিখেছেন এই বইতে। 

অপূর্ব ছন্দ, ভাষার সুন্দর বাঁধুনি সেই সঙ্গে হাজার শব্দের মেল বন্ধন যেন এই কবিতার বই 
খবর আছে এক অনবদ্য সংকলন। অপূর্ব অলংকরণ ও কভার ডিজাইন করেছেন সৌরভ 
মিত্র। সুন্দর নির্ভুল ছাপা এই বইটির দাম ২২৫ টাকা। সকল কবিতা প্রেমীর ভালো লাগবে এই বই। প্রকাশক শালিধান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন