ওভারহেডের তার ছিঁড়ে রেল পরিষেবা ব্যাহত

 



প্রদীপ কুমার সিংহ 


সোমবার ব্যস্ততম দিনে বারুইপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল দু'ঘণ্টার উপর। রেল সূত্রের খবর লক্ষীকান্তপুর স্টেশনে কাছে ওভারহেডের তার ছিড়ে যাওয়ার দরুন ডাউন লাইনের ট্রেন বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে। শিয়ালদা লক্ষীকান্তপুর ডাউন ট্রেন ভায়া শিয়ালদা  সকাল ছাড়ে ৯টা ১৫ মিনিটে। ওই ট্রেন বারুইপুর স্টেশনে দশটা নাগাদ আসে এবং সেখানে প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়ে থাকে। 


এতে করে অনেক রেল যাত্রী  এবং স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের স্কুলে যাওয়া হয়নি।  রেল যাত্রীদের ভোগান্তি শিকার হতে হয়। তবে রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে লাইন সারানো কাজ করে। 


বারুইপুর চার নম্বর প্লাটফর্মের নামখানা যাওয়ার গাড়ি বারোটা নাগাদ লক্ষীকান্তপুর দিকে রওনা হয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন