খেজুরীতে শাসক দলের শহীদ দিবসের প্রস্তুতি সভা

 



পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ১২ ই জুলাই রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষের নেতৃত্বে বাঁশগোড়া চলো ও আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা চলো কর্মসূচী সফল করার লক্ষে কামারদা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস ও বারাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে কামারদা অডিটোরিয়াম ও তেঁতুলতলার সভাগৃহে দুটি কর্মীসভা আয়োজিত হয়। 

উভয় সভাতে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, কামারদা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ দাস, গ্রাম প্রধান রাজশ্রী গিরি, চন্দন মাল,বারাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অধ্যাপক রামকৃষ্ণ দাস, সহ; সভাপতি শ্যামল মিশ্র,গ্রাম প্রধান শম্পা মন্ডল দাস,উপপ্রধান পার্থ প্রতিম দাস, দেব কান্ত মাইতি,ভূদেব দাস প্রমুখ নেতৃবৃন্দ।

প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলা'র কর্মসূচী সফল করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলার পর্যবেক্ষক সারা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে সভাসমাবেশ করে চলেছেন। সেই কর্মসূচী র অংশ হিসাবে রাজ্য  কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান আগামী ১২ ই জুলাই খেজুরীর বাঁশগোড়া বাজারে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণকে বাঁশগোড়া র জনসভায় অংশ গ্রহনের জন্য আবেদন জানান মামুদ হোসেন।

 কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন