ওভারলোডিং লরির দেদার যাতায়াত





 নির্মাণ সামগ্রী বোঝাই ওভারলোডিং লরির দেদার যাতায়াতে কাঁথি- দীঘা রাস্তা সহ শহরের প্রধান রাস্তাগুলির বেহাল অবস্থা । অতিরিক্ত পণ্য বোঝাই লরি গুলির যাতায়াতের ফলে কোথাও রাস্তায় ফাটল আবার কোথাও রাস্তা গর্ত হয়ে জলাশয়ে পরিণত হয়েছে। অথচ প্রশাসনের কোন হেলদোল নেই।  এমনই অভিযোগ তুলে প্রশাসনের কাছে দ্বারস্ত হবে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। 

 তাদের কথায় কাঁথি শহর সহ কাঁথি -  দিঘা রাস্তায় ওভারলোডিং লরি গুলি যাতায়াত করলে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। এ বিষয়ে কাঁথি ট্রাফিক ওসির কথায় বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয় । ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে রাস্তায় চলাচলকারী ওভারলোডিং গাড়িগুলি আটক করার ক্ষমতা রয়েছে ট্রাফিক দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকের। 

 উল্লেখ্য সম্প্রতি রামনগরের কাছে বেশ কয়েকটি ওভারলোডিং লরি আটক করেন ট্রাফিকের ঊর্ধ্বতন আধিকারিকরা । পরে তারা পরিবহন দপ্তরের হাতে আটক লরি গুলিকে হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত রাস্তা অনেকটাই রোধ করা সম্ভব বলে এলাকাবাসীদের অনুমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন