পুজা উপলক্ষে থ্যালাসেমিয়া রোগীদের জামা কাপড় প্রদান এবং ঔষধ বিতরন




 

  রবিবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের স্টেশন রোডে( দক্ষিন) থ্যালাসেমিয়া রোগীদের বিষয়ে সচেতনতা শিবির  অনুষ্ঠিত হয় ।বক্তব্য রাখেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।সভায় উপস্থিত ছিলেন উজান সোসাইটির সম্পাদক অভিজিত গুহ, বাজারপাড়া জুনিয়ার স্পেটিং ক্লাবের সম্পাদক সেখ সুজাউদ্দিন, সভাপতি সেখ রফিকুল হাসান, সেখ নকিবুদ্দিন প্রমুখ।

      উলুবেড়িয়া বাজারপাড়া জুনিয়ার স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং উজান সোসাইটির সহযোগিতায় এই অনুষ্টানে শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে জামা কাপড়, ঔষধ ,স্যানিটাইজার ইত্যাদি প্রদান করা হয় ।

বিধায়ক ইদ্রিশ আলি তাঁর ভাষণে বলেন, বাজারপাড়া জুনিয়ার স্পোটিং ক্লাব সারাবছরেই বিভিন্ন সমাজকল্যাণ মুলুক অনুষ্ঠানের আয়োজন করে ।এটা তারই অঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন