বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুরে আইমা- র উদ্যোগে ধিক্কার ও মৌন মিছিলের আয়োজন করা হয়।সম্প্রতি উত্তর প্রদেশের নৃশংশ ঘটনার প্রতিবাদে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবীতে এই কর্মসূচী।
এইদিন বিকেলে প্রতাপপুর দরবার শরীফ থেকে পাঁশকুড়া পর্যন্ত চলে এই মিছিল।এই মিছিলের নেতৃত্ব দেন আইমার সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রহুল আমিন।